সাপ্তাহিক লেনদেনর শীর্ষে ন্যাশনাল টিউবস

সপ্তাহজুড়ে লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস। প্রতিষ্ঠানটির মোট লেনদেন ছাড়িয়েছে ৬৯ লাখ ৩৪ হাজার ৮৭৯টি শেয়ার। যার বাজার মূল্য ১০১ কোটি ৭২ লাখ ৯৭ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।

সাপ্তাহিক লেনদেনের শীর্সের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ। প্রতিষ্ঠানটির ১১ লাখ ৮৪ হাজার ২১৬ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬০ কোটি ৭৬ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস । প্রতিষ্ঠানটির ২ কোটি ১১ লাখ ৭৬ হাজার ৪৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৯ কোটি ২২ লাখ ৩২ হাজার টাকা।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে মুন্নু সিরামিক। প্রতিষ্ঠানটির ২৬ লাখ ২ হাজার ৭৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৬ কোটি ৯২ লাখ ৪৯ ৮৫হাজার টাকা।

মুন্নু জুট স্ট্যাফলার্স তালিকার পঞ্চম স্থানে রয়েছে । প্রতিষ্ঠানটির ২ লাখ ৮৭ হাজার ৫৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৫ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার টাকা।

এই তালিকায় আরেি যে প্রতিষ্ঠান রয়েছে: স্ট্যাইল ক্রাফটস লিমিটেড , ওয়াটা কেমিক্যালস, ইউনাইটেড পাওয়ার, সিলকো ফার্মাসিউটিক্যালস ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস।

 

 

আজকের বাজার/মিথিলা