বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮.৫৯ শতাংশ।
ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে,আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৮০ লাখ ১৪ হাজার ৫৮৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৩ কোটি ১০ লাখ ৪৫ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর দশমিক ৩.৮৮ শতাংশ কমেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৯৪ লাখ ৬২ হাজার ১৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০১ কোটি ৯৪ লাখ ২১ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২.২৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ৫৭ লাখ ৯৪ হাজার ৩৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৭ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, প্রাইম ব্যাংক, ওয়ান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং আর্গন ডেনিমস লিমিটেড।