সাপ্তাহিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাত ভিত্তিক লেনদেনে গত কয়েক সপ্তাহ ধরে এগিয়ে রয়েছে প্রকৌশল খাত। খাতটি আগের মতোই এবারও ঘুরে ফিরে লেনদেনের শীর্ষে উঠে এসেছে। ডিএসই’র লেনদেন পর্যালোচনায় এমনটিই জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনে প্রকৌশল খাতের দখলে ছিল ২৬ শতাংশ। এ সময় খাতটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২২৬ কোটি টাকা। আগের সপ্তাহে মোট লেনদেনে প্রকৌশল খাতের অংশগ্রহণ ছিল ২৩ শতাংশ। ওই সময় খাতটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৯৯ কোটি ৩৮ লাখ টাকা।

অপরদিকে বিদায়ী সপ্তাহে ডিএসইতে বস্ত্রখাতের অংশগ্রহণ ছিল ১৬ শতাংশ। আলোচিত সময়ে খাতটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৩৬ কোটি টাকা। আগের সপ্তাহে বস্ত্রখাতের দখলে ছিল ১৫ শতাংশ। ওই সময় খাতটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১৩০ কোটি টাকা।

এদিকে, লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে ফার্মাসিউটিক্যাল খাত। ডিএসইতে মোট লেনদেনের ১২ শতাংশ ফার্মাসিউটিক্যাল খাতের দখলে ছিল। খাতটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১০৪ কোটি টাকা।

অন্যান্য খাতগুলোর মধ্যে গেলো সপ্তাহে লেনদেনে ব্যাংক খাতের অংশগ্রহণ ছিল ৪ শতাংশ, বিবিধ খাতের ৮ শতাংশ, জ্বালানি খাতে ৬ শতাংশ, আইটি ৫ শতাংশ, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৪ শতাংশ।

এছাড়া চামড়া খাতের ৩ শতাংশ, আর্থিক, বিমা, কাগজ ও প্রকাশনা, সিরামিক খাতের ২ শতাংশ করে, টেলিকমিউনিকেশন, সিমেন্ট, সেবা ও আবাসন খাতের ১ শতাংশ করে লেনদেন হয়েছে।

আরএম/