পুরো সপ্তাহজুড়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন স্যুজ লিমিটেড । পুরো সপ্তাহে ৭৩ কোটি ৩৪ লাখ ১৭ হাজার টাকার লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে প্রতিষ্ঠানটি। আর মোট লেনদেন হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টি শেয়ার।
ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।
সাপ্তাহিক লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির ৬৭ কোটি ৩১ লাখ ৫৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৯ কোটি ৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। প্রতিষ্ঠানটির মোট লেনদেন হয়েছে ৩৯ কোটি ৪৪ লাখ ৪১ হাজার টাকা। ৭৭ লাখ ৯ হাজার ৯৭২ টি শেয়ার লেনদেন হয় সপ্তাহজুড়ে।
৩৯ কোটি ৪৪ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে পাওয়ার গ্রীড কোম্পানি লিমিটেড । কোম্পানিটির ৬০ লাখ ৯৯ হাজার ৫৪০ টি শেয়ার লেনদেন হয়েছে সারা সপ্তাহে।
ওয়াইম্যাক্স ইলেক্ট্রড লিমিটেড রয়েছে তালিকার পঞ্চম স্থানে। ৮৫ লাখ ২ হাজার ৬৪১ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০ কোটি ৯৬ লাখ ২৮ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো: মুন্নু সিরামিকস লিমিটেড,এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যাল,আইএফআইসি ব্যাংক লিমিটেড,ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
আজকের বাজার /মিথিলা