সাপ্তাহিক লেনদেনে ব্যাংক খাতের আধিপত্য

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে আধিপত্য বিস্তার করেছে ব্যাংক খাতের কোম্পানি। তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৫টিই হচ্ছে ব্যাংক খাতের। কোম্পানিগুলো হচ্ছে- সিটি ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ডিএসইর তথ্য অনুযায়ী, সিটি ব্যাংক ৮ দশমিক ৩৩ শতাংশ লেনদেন বেড়ে তালিকার শীর্ষ স্থানে রয়েছে। গত সপ্তাহে কোম্পানিটি ৫ কোটি ৫ লাখ ২১ হাজার শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ছিল ১৯৩ কোটি ২৫ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এবি ব্যাংকের লেনদেন বেড়েছে ১৫ দশমিক ৯ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৯১ লাখ ১ হাজার ৪৬২ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৭৯ কোটি ৭৯ লাখ টাকা।

তালিকার ৬ষ্ঠ স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের লেনদেন বেড়েছে ১২ দশমিক ৯৫ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৩৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৩৭ কোটি ৩৬ লাখ টাকা।

এছাড়া তালিকার সপ্তম স্থানে থাকা ন্যাশনাল ব্যাংক ১৩১ কোটি ৬৯ লাখ টাকার ও ইসলামী ব্যাংক ১২২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।