বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৮ লাখ ৭৯ হাজার ৭৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৯ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১১ লাখ ৩৫ হাজার ৬৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওয়াটা কেমিক্যাল লিমিটেড। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির ১১ লাখ ৫৫ হাজার ৯৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৫৩ লাখ ২১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩২ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা, ইফাদ অটোস লিমিটেড ৩১ কোটি ৯৮ লাখ টাকা, লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড ২৭ কোটি ৫১ লাখ ৭৮ হাজার টাকা, স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড ২৪ কোটি ৫২ লাখ ১৬ হাজার টাকা, ব্র্যাক ব্যাংক লিমিটেড ২৪ কোটি ৫ লাখ ৮৩ হাজার টাকা, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ২৩ কোটি ৮০ লাখ ৪৮ হাজার টাকা এবং গ্রামীণ ফোন লিমিটেড ২৩ কোটি ৬১ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
আরএম/