সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ২৩ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ২০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ৬৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৯২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন লুব্রিকন্টস ১৪.৬৪ শতাংশ, দ্য পেনিনসুলা চিটাগং ১৩.২৪ শতাংশ, উসমানিয়া গ্লাস শিট ১২.১৯ শতাংশ, এএমসিএল প্রাণ ১০.২৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ৮.৯৪ শতাংশ, এক্সিম ব্যাংক ৭.৩৫ শতাংশ ও ইউনাইটেড পাওয়ার জেনারেশ অ্যান্ড ডেভেলপমেন্টের ৭.৭ শতাংশ দর বেড়েছে।
আরএম/