সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ এফসিএমএ।
গত রোববার সংগঠনটির ৬০তম বোর্ড সভায় তিনি ২০২০ সালের জন্য নির্বাচিত হন। মমতাজউদ্দিন আহমেদ দি ইনস্টিউিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অন্যতম জ্যেষ্ঠ একজন শিক্ষক। বর্তমানে তিনি একই অনুষদের ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালক,আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পরিচালক এবং বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমির বোর্ড অব গভর্নেন্সের সদস্য। তথ্য:বাসস
আজকের বাজার/আখনূর রহমান