সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ। টানটান উত্তেজনার ম্যাচে প্রথমার্ধেই এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধে বারবার আক্রমণ করেও আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলেই ভারতকে হারায় বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি করেন বাংলাদেশের মেয়ে শামসুন্নাহার।
কিশোরী ফুটবলারদের ফাইনাল ঘিরে দর্শক ছিল উপচে পড়া। বাংলার মেয়েরা হতাশ করেনি দর্শকদের। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ৪২ মিনিটে শামসুন্নাহারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এর আগে ২টি সহজ সুযোগও এসেছিল লাল-সবুজ জার্সিধারীদের সামনে। কিন্তু বাংলাদেশের মেয়েরা সে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।
প্রথম সহজ সুযোগটি এসেছিল ২২ মিনিটে। মারিয়া মান্ডার ঠেলে দেয়া বল ধরে বক্সে ঢুকেছিলেন আনুচিং মগিনি। সামনে ভারতীয় গোলরক্ষক একা থাকলেও তাকে কাটাতে পারেননি আনুচিং। সে যাত্রা বেঁচে যায় ভারত।
ম্যাচের ৩২ মিনিটে বাঁ-দিক দিয়ে তহুরা খাতুন ভারতীয় ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শট নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের, তহুরার শট বাইরে চলে যায় দ্বিতীয় পোস্ট ঘেঁষে। অবশেষে ১-০ তেই শান্ত থাকতে হয় বাংলাদেশকে।
আজকের বাজার: সালি/ ২৪ ডিসেম্বর ২০১৭