স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
সোমবার বিকালে নেপালের ললিতপুরে আনফা কমপ্লেক্সে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে বেশীরভাগ সময় ১০ জন নিয়ে খেলা বাংলাদেশ দল।
প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে খেলার ৩৪তম মিনিটে গোলরক্ষক মিতুল মারমা লালকার্ড পেলে দশজনের দলে পরিণত হয় বাংলাদেশ।
আগামী বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সেমি-ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছিল এই কিশোরেরা।
অপরদিকে একই দিন, একই মাঠে বেলা ২টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমি ফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে এ গ্রুপের রানার্সআপ স্বাগিতক নেপাল।
আজকের বাজার/এমএইচ