আগামী সেপ্টেম্বরে ঢাকায় বসছে পরবর্তী সাফ চ্যাম্পিয়নশিপ।ঘরের মাঠে এই আসরের ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ।বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে পাকিস্তান, নেপাল ও ভুটান। আর আসরের ‘বি’ গ্রুপে খেলবে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
আজ বুধবার রাজধানীর এক হোটেলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই আসরের ড্র অনুষ্ঠিত হয়।
আগমী ৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও ভুটানের ম্যাচ দিয়ে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ ২০১৮। আর ১৫ সেপ্টেম্বর ফাইনালের মধ্যদিয়ে আসরটি শেষ হবে বলে জানিয়েছে আয়োজকরা।
ঢাকায় সর্বশেষ সাফ ফুটবল আসর বসেছিল ২০০৯ সালে।
এদিকে সাফের গত কয়েকটি আসরে আটটি দল খেলেছিল। এবার আর আফগানিস্তান খেলছে না। সাফ থেকে থেকে বেরিয়ে তারা এখন মধ্য এশীয় অঞ্চলের সদস্য হয়েছে। তাই এবার সাতটি দল খেলছে সাফ চ্যাম্পিয়নশিপে।
আজকের বাজার/আরজেড