দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ এর স্বাগতিক মালদ্বীপ। ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। গতকাল সোমবার টুর্নামেন্টের লোগো ও ট্রফি উন্মোচন করেছে মালদ্বীপ। টুর্নামেন্ট শুরুর দিন উদ্বোধনী অনুষ্ঠান করতে চায় মালদ্বীপ। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি ও ম্যাচের আগে দলগুলোর অনুশীলনের বিষয় বিবেচনা করে মাত্র ৯ মিনিটের একটি সংক্ষিপ্ত উদ্বোধন অনুষ্ঠান হবে।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, স্বাগতিক মালদ্বীপ সাফের নির্দেশনা অনুসরণ ও আলোচনা করে লোগো এবং ট্রফি করেছে। টুর্নামেন্ট শুরু হতে বেশি সময় বাকি নেই। স্বাগতিক মালদ্বীপের নানা প্রস্তুতি প্রায় সম্পন্ন। বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ দিয়ে টুর্নামেন্ট উদ্বোধন হবে ১ অক্টোবর। একই দিন দ্বিতীয় ম্যাচে মালদ্বীপ খেলবে নেপালের বিরুদ্ধে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী পাঁচটি দেশকেই ২৮ সেপ্টেম্বর মালেতে পৌঁছানোর কথা। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান