সাফ টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

সাফ ফুটবল-২০১৮’র পূর্ণাঙ্গ সময়সূচি

আগামী ৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ঢাকায় শুরু হচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৮। স্বাগতিক বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাত দেশ দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই টুর্নামেন্ট। সেখান থেকে গ্রুপের পয়েন্টে এগিয়ে থাকা ৪ দল নিয়ে শুরু হবে সেমি ফাইনাল।

সবগুলো ম্যাচেই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর টেলিভিশন সম্প্রচার যাত্রা শুরু করবে। সাফ চ্যাম্পিয়নশিপের প্রডাকশনের দায়িত্বে আছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন।

গ্রুপ ‘এ’ তে আছে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল। গ্রুপ ‘বি’ তে আছে শ্রীলঙ্কা, ভারত ও মালদ্বীপ।

১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা নামবে সাফ ফুটবলের এবারের আসরের।

সাফ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি:

আজকের বাজার/এমএইচ