সাবমেরিন ক্যাবল লাইসেন্স নীতিমালায় বড় পরিবর্তন

দেশে তথ্যপ্রযু্ক্তি সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে সরকার সাবমেরিন ক্যাবল লাইসেন্স নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী লাইসেন্স অ্যাকুইজিশন ফি হবে ১০ কোটি টাকার পরিবর্তে ৩ কোটি টাকা। বার্ষিক ফি হবে ৩ কোটি টাকার পরিবর্তে ৫০ লাখ টাকা। রেভিনিউ শেয়ারিং ৩ শতাংশের স্থলে হবে ১ শতাংশ এবং পারফরম্যান্স ব্যাংক গ্যারান্টি ৫ কোটি টাকার পরিবর্তে ২ কোটি টাকা। এমন নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সভাপতিত্বে গত ১৮ অক্টোবর টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম পর্যালোচনাসংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ (জয়)।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা সূত্রে জানা যায়, কমিশন থেকে সাবমেরিন ক্যাবল সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস লাইসেন্স গ্রহণে গত ২২ জুন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডকে (বিএসসিসিএল) চিঠি দেয় বিটিআরসি। চিঠিতে উল্লেখ করা হয়, যে কোনো ধরনের টেলিযোগাযোগ সেবা প্রদানের ক্ষেত্রে বিটিআরসি থেকে লাইসেন্স গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। লাইসেন্স ছাড়া কোনো প্রকার টেলিযোগাযোগ সেবা কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। তবে বিএসসিসিএল বলছে, সাবমেরিন ক্যাবল সিস্টেমস অ্যান্ড সার্ভিসেসের জন্য কোনো লাইসেন্সিং গাইডলাইন না থাকায় ২০০৮ সালের ২২ সেপ্টেম্বর ওই সেবা প্রদানে বিএসসিসিএলের অনুকূলে একটি পারমিট ইস্যু করে বিটিআরসি। ওই পারমিট দিয়ে কোম্পানি কার্যক্রম চলছে।

এ ছাড়া বর্তমান নীতিমালায় সাবমেরিন ক্যাবলের লাইসেন্স ফি অযৌক্তিকভাবে ১০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। এটি বিএসসিসিএলের পক্ষে পরিশোধ করা সম্ভব ছিল না। আবার একই ধরনের দেশে কম বিনিয়োগে ইন্টারন্যাশনাল টিরেস্ট্রিয়াল ক্যাবলগুলো (আইটিসি) সেবা দিচ্ছে এবং তাদের লাইসেন্স ফির মূল্য ছিল ২ কোটি টাকা। এসব কারণে তাদের পক্ষে লাইসেন্স গ্রহণ করা সম্ভব হয়নি। লাইসেন্স ফি কমানোর জন্য বিএসসিসিএলের পক্ষ থেকে বিটিআরসিকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু সংস্থাটির পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় মন্ত্রণালয়ের কাছে বিষয়টি উপস্থাপন করে বিএসসিসিএল। এর পর মন্ত্রণালয় থেকে নীতিমালা সংশোধনে বিটিআরসিকে নির্দেশনা প্রদান করা হয়।

বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, সাবমেরিন ক্যাবল লাইসেন্সিং নীতিমালা সংশোধনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মশিউর রহমান বলেন, আশা করি নীতিমালা সংশোধনে বিটিআরসি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আজকের বাজার:এলকে/এলকে ৬ নভেম্বর ২০১৭