রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাবেক অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে দেশের অর্থনীতির শক্তিশালী ভিত রচনায় আবুল মাল আবদুল মুহিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
রাষ্ট্র প্রধান বলেন একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অগ্রযাত্রায় মুহিতের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাষ্ট্রপতি হামিদ মরহুম মুহিতের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান