সাবেক এটর্নি জেনারেল মাহবুবে আলমের আজ প্রথম মৃত্যুবার্ষিকী

সাবেক এটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবে আলমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৭ সেপ্টেম্বর। গত বছরের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা মাহবুবে আলম ২০০৯ সালের ১৩ জানুয়ারিতে দেশের ১৫তম এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।

মাহবুবে আলমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এটর্নি জেনারেল কার্যালয়ের উদ্যোগে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ভার্চুয়াল এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া মাহবুবে আলমের পরিবারের পক্ষ থেকে এতিমখানায় খাবার বিতরণ ও দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলাসহ ঐতিহাসিক বিভিন্ন মামলা তিনি রাস্ট্রপক্ষে পরিচালনা করেন। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান