মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সাবেক মহাপরিচালক মো: ওয়াহিদুল হককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, তার বিরুদ্ধে ১৯৭১ সালে রংপুর ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়।
আজকের বাজার/আরজেড