জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন নেসা বাপ্পির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মন্ত্রী তার শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. হাছান মাহমুদ বলেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফজিলাতুন নেসা বাপ্পির অবদান স্মরণীয় হয়ে থাকবে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান