ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য(এমপি)অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে বৃহস্পতিবার শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীও সাবেক এমপি ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে সংসদ ভবন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাপ্পীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ফজিলাতুন্নেসা বাপ্পী(৪৯)বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে(বিএসএমএমইউ)চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত ৩০ ডিসেম্বর থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ)ভর্তি ছিলেন। বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার জানান, সাবেক সংসদ সদস্য বাপ্পী সকাল সাড়ে ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান