সাবেক গোয়েন্দা প্রধানকে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ দিয়েছে সুদান। প্রেসিডেন্ট ওমর আল বশির দেশটির সাবেক গোয়েন্দা প্রধান মোহাম্মদ আত্তাকে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য এফেয়ার্স হিসাবে নিয়োগ দিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
রোববার (৮জুলাই) দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরো উন্নয়নের লক্ষে এই নিয়োগ দেয়া হয়। ।
বার্তা সংস্থা সানা জানায়, দেশটির জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান মোহাম্মদ আত্তাকে ওয়াশিংটনে চার্জ দ্য এফের্য়াস হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগ লাভের পর আত্তা সানা’কে বলেন, প্রেসিডেন্ট বশির আমাকে সুদানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে ভূমিকা পালনের জন্য কাজ করার নির্দেশনা দিয়েছেন।
যুক্তরাষ্ট্র গত বছর সুদানের ওপর থেকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এর পর এই নিয়োগ প্রদান করা হলো।
তবে মার্কিন সরকার সুদানকে উত্তর কোরিয়া, ইরান ও সিরিয়ার সাথে ‘রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসী’ দেশের কালো তালিকায় নাম রেখেছে।
দূত হিসাবে আত্তার প্রথম কাজ হবে যুক্তরাষ্ট্রের কালো তালিকা থেকে সুদানের নাম প্রত্যাহারের জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা।
এসএম/