সাবেক ধর্মমন্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক ও জেলা আ’লীগ সুত্রে জানা যায়, শনিবার বিকেলে ময়মনসিংহের নিজ বাড়িতে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিক এয়ার অ্যাম্বুলেন্সে যোগে তাকে ঢাকা ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান বর্তমানে আশংকামুক্ত বলে জানা গেছে। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ময়মনসিংহ আ’লীগের অবিসংবাদিত এই নেতা।
আজকের বাজার/এমএইচ