ইসলামিক স্টেট গ্রুপ রোববার তাদের সাবেক নেতার মৃত্যুর ‘প্রতিশোধ’ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছে এবং ইউরোপে হামলা চালাতে ইউক্রেন যুদ্ধের সুযোগ নিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে । খবর এএফপি’র।
টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপে দেয়া এ গ্রুপের এক অডিও বার্তায় বলা হয়, আবু ইব্রাহিম আল-কুরেশি এবং এ গ্রুপের সাবেক মুখপাত্রের মৃত্যুর ‘প্রতিশোধ গ্রহণে আল্লাহ’র ওপর ভরসা রেখে আমরা পবিত্র প্রচারণার ঘোষণা করছি।’
গ্রুপের নতুন মুখপাত্র আবু ওমর আল-মুহাজির রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের কথা উল্লেখ করে প্রতিশোধ গ্রহণে এ সহজ সুযোগ গ্রহণ করে ইউরোপে হামলা শুরু করার আহ্বান জানান।
হোয়াইট হাউস ও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তানরা জানান, ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে মার্কিন অভিযান চলাকালে গ্রেফতার এড়াতে বোমার বিস্ফোরণ ঘটানোয় জঙ্গি গ্রুপের আগের এ নেতা মারা যান।
গত ১০ মার্চ গ্রুপটি তার মৃত্যুর খবর নিশ্চিত করে।