বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. রহমত আলীর দাফন আজ মঙ্গলবার। গাজীপুরের বিভিন্ন স্থানে ৩টি জানাজা শেষে বিকেলে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মঙ্গলবার সকাল ১০টায় গাজীপুর ঐতিহাসিক রাজবাড়ীর শহীদ বরকত স্টেডিয়াম মাঠে তার প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে।
দ্বিতীয় জানাজা বেলা সাড়ে ১১টায় শ্রীপুরের ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে এবং বিকেল ৩টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ মাঠে হওয়ার কথা রয়েছে।
এর আগে সংসদ প্লাজাসহ ঢাকায় কয়েকটি জানাজা হয়েছে।
গত রোববার সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।
আজকের বাজার/এমএইচ