রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী ও গাজীপুর-৩ আসনের সাবেক এমপি এডভোকেট রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রহমত আলী আজ সকালে নগরীর এক হাসপাতালে মারা যান।তার বয়স হয়েছিল ৭৬ বছর। রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান