সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (বিপিএসসি) সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
সা’দত হুসাইনের ছেলে শাহজেদ আনাম ইউএনবিকে জানান, বুধবার রাত ১০টা ৪৯ মিনিটে তার বাবা রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
এদিকে মুক্তিযোদ্ধা ড. সা’দত হুসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।