যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী জো বাইডেনের বিরুদ্ধে শুক্রবার নোভাদার একজন সাবেক আইনপ্রণেতা যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ওই নারীকে চুমু দেন বলে অভিযোগ উঠেছে। খবর এএফপি’র।
২০১৪ সালে রাজ্যের লেফটেনেন্ট গভর্নর পদের মনোনয়ন প্রাপ্ত লুসি ফ্লোরেস বলেন, তিনি একটি জনসভায় বক্তৃতা দেয়ার জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় বাইডেন পেছন থেকে তার কাঁধে তার দু’হাত রাখেন এবং তার চুলের ঘ্রাণ নেন।
ফ্লোরেস (৩৯) বলেন, ‘আমি তার আচরণে অত্যন্ত অসন্তুষ্ট হই।’
তিনি আরো বলেন, ‘তিনি আমার মাথার পেছনে একটি দীর্ঘ চুমু দেন।’
সাবেক নারী আইনপ্রণেতা আরো বলেন, ‘আমি প্রথমে বুঝতেই পারিনি কি হতে যাচ্ছে। আমি অপ্রস্তুত হয়ে পরি।’
তিনি বলেন, ‘আমি সেই মুহূর্তে মনেপ্রাণে চাইছিলাম বাইডেন আমার কাছ থেকে দূরে সরে যান।’
বাইডেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থীতার দৌঁড়ে যোগ দেয়ার সিন্ধান্ত নেয়ার পরই কেন এই অভিযোগটি এলো তা নিশ্চিতভাবে জানা যায়নি।
বাইডেনের (৭৬) ঘনিষ্টজনরা জানান, তিনি এপ্রিল মাসে নির্বাচনের ব্যাপারে তার সিদ্ধান্তের কথা জানাতে পারেন।