সাবেক রাষ্ট্রদূত নিখোঁজ

সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামান একদিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার। গত মঙ্গলবার রাত ১০টার দিকে কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফুট সড়কে তার ব্যক্তিগত গাড়ি পাওয়া গেছে।

এ বিষয়ে ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম সাংবাদিকদের জানান, বিদেশ ফেরত মেয়েকে আনতে সোমবার সন্ধ্যায় বিমানবন্দরের উদ্দেশ্যে ধানমণ্ডির বাসা থেকে গাড়ি নিয়ে বের হন মারুফ জামান। তার মোবাইল নম্বর বন্ধ পেয়ে মেয়ে একাই বাসায় চলে আসেন। পরে রাতে তার নিখোঁজের কথা জানিয়ে ধানমণ্ডি থানায় একটি জিডি করা হয়।

এ ঘটনায় গত মঙ্গলবার সকালে তার পরিবারের পক্ষ থেকে রাজধানীর ধানমণ্ডি থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। জিডি নম্বর-২১৩।

উল্লেখ, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ২০০৫ সালে ভিয়েতনামের রাষ্ট্রদূত ছিলেন। তিনি ১৯৭৩ সালে সেনা কর্মকর্তা হিসেবে পররাষ্ট্র ক্যাডারে আত্মীকরণ হন। সেনা কর্মকর্তা (ক্যাপ্টেন) এরপর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে দায়িত্ব পালন শেষে অবসর জীবন যাপন করছেন।

আজকের বাজার:এলকে/এলকে ৬ ডিসেম্বর ২০১৭