সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস (৯৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৩ নভেম্বর শুক্রবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের ছেলে মাহমুদ হাসান বিশ্বাস সাংবাদিকদের বলেন, তার শারীরিক অবস্থার অবনতি হলে তার বনানীর বাসভবন থেকে হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হবার পর ১৯৯১ সালের ৮ অক্টোবর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯৬ সালের ৮ অক্টোবর তার রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হয়।
বরিশাল জেলার শায়েস্তাবাদে ১৯২৬ সালের ১ সেপ্টেম্বর আব্দুর রহমান বিশ্বাসের জন্ম।
আজকের বাজার:এলকে/এলকে ৪ নভেম্বর ২০১৭