শুনানি শেষে সাবেক সেনা কর্মকর্তা মোঃ ওয়াহিদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকাল ১১টায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারপতি আমির হোসেনের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।পাশাপাশি তার বিরুদ্ধে আগামী ১০ই মে পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত।
প্রাথমিক তদন্তে মুক্তিযুদ্ধের সময় রংপুর ক্যান্টনমেন্টে সংঘটিত গণহত্যার সঙ্গে এনএসআই এর সাবেক মহাপরিচালক ওয়াহিদুল হকের সম্পৃক্ততা প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এর আগে মঙ্গলবার ওয়াহিদুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে দুপুর সাড়ে ১২টার দিকে বারিধারার বাসা থেকে ওয়াহিদুল হককে গ্রেপ্তার করা হয়।
১৯৭১ এর ২৮শে মার্চ রংপুর ক্যান্টনমেন্টে ৫০০-৬০০ নিরস্ত্র বাঙালি ও সাঁওতালদের হত্যার ঘটনার সঙ্গে ওয়াহিদুল হকের জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই প্রথম কোন সেনা কর্মকর্তা অভিযুক্ত ও গ্রেপ্তার হলেন।
আজকের বাজার/আরজেড