ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে সামাজিকমাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে সাবেক স্ত্রী ও শাশুড়িকে ‘কলগার্ল’ বলায় সাবেক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ জুলাই) তার বিরুদ্ধে চুচুড়া থানায় অভিযোগ করার পর পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, দুই বছর আগে সাবিরের সঙ্গে বিয়ে হয়েছিল চুচুড়ার ঈশ্বরবাহা এলাকার ওই তরুণীর।
সাবির ভুপালে জুয়েলারির কাজ করতেন। বিয়ের কিছু দিন পর থেকেই তিনি স্ত্রীকে অত্যাচার শুরু করেন।
স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বছরখানেক আগে বাবার বাড়ি চলে যান ওই তরুণী। এর পর এক সপ্তাহ আগে স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়ে যায়।
এর মধ্যে তরুণীর এক আত্মীয়ের কাছে ফেসবুকে একটি প্রোফাইল থেকে বন্ধুতার অনুরোধ (ফ্রেন্ড রিকয়েস্ট) আসে।
ওই প্রোফাইলে ভিন্ন নাম ব্যবহার করা হলেও ওই তরুণী ও তার মায়ের কিছু ছবি পোস্ট করা হয়। এতে ছিল অশ্লীল মন্তব্য।
পরে জানা যায়, মাসখানেক ধরে তরুণী ও তার মায়ের বিভিন্ন ছবি দিয়ে ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলা হচ্ছিল।
তরুণীর অভিযোগ, সামাজিকমাধ্যমে তাকে ও তার মাকে কলগার্ল প্রতিপন্ন করতেই এসব অ্যাকাউন্ট খোলা হয়েছিল।
পরে শনিবার চুচুড়া থানায় সাবেক স্বামী শেখ সাবিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ওই তরুণী। পরে সাবিরকে গ্রেফতার করে পুলিশ।
আজকের বাজার/আরআইএস