অসুস্থ হয়ে সোমবার হাসপাতালে ভর্তি হওয়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম করোনায় আক্রান্ত হয়েছেন।
হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি করোনাভাইরাসের পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট পরীক্ষাগারে পাঠানো হলে সোমবার রাতেই তার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।
আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দন আহমেদের তত্ত্বাবধানে রয়েছেন। এর আগে নাসিমের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় জানান, শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার বাবাকে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন মারা গেছেন এবং সেই সাথে নতুন করে ২ হাজার ৩৮১ জন আক্রান্ত বলে শানাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্য মতে, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৭২ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৩৪ জনে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান