সাব্বিরের পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ পাপন

গত বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রানের একটি ইনিংস খেলেছিলেন সাব্বির রহমান।এর পর খুব বেশি রানের দেখা পাননি সাব্বির । সর্বশেষ নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ২৬ বলে ৩০ রান করলেও তেমন কাজে দেয়নি।

তারপরেও সে ম্যাচে রান পাওয়ায় কিছুটা স্বস্তি  এসেছিল সাব্বিরের মনে। কিন্তু পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আউট হলেন শূন্য রানে।

তাই দল জিতলেও সাব্বিরের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে।এদিকে সাব্বিরের পারফরম্যান্স  নিয়ে  ‘ক্ষুব্ধ’ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ক্রিকেটারদের উৎসাহ দিতে শ্রীলঙ্কায় চারদিনের সফরে গিয়েছিলেন বিসিবি সভাপতি। আজ দেশে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে নিজের অনুভূতি নিয়ে বললেন। মুশফিক-লিটনকে নিয়ে তার মুগ্ধতা থাকলেও সাব্বিরের ওপর তিনি ভীষণ বিরক্ত।

আজকের বাজার/আরজেড