সাব্বিরের বড় সংগ্রহ নিয়েও দলকে জিতাতে পারল না সিলেট

জাতীয় দল থেকে দূরে থাকা সাব্বির রহমান বিপিএলের এবারের আসরেও ছিলেন অনেকটা নিষ্প্রভ। কিন্তু শনিবার ওয়ার্নার-লিটনদের ব্যর্থতার দিনে দ্যুতি ছড়িয়েছেন তিনি।

তবে এবারের বিপিএলে এখন পর্যন্ত সাব্বিরের সর্বোচ্চ ব্যক্তিগত রানের (৫১ বলে ৮৫) ইনিংসের পরও আজ রংপুর রাইডার্সের কাছে ৪ উইকেটে হেরেছে সিলেট সুপার সিক্সার্স।

ঘরের মাঠ সিলেটে টসে হেরে প্রথমে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট করতে নামে সিক্সার্স। সাব্বিরের পর শেষ দিকে নিকোলাস পুরানের আরেকটি বিধ্বংসী ইনিংসে (২৬ বলে ৪৭) ২০ ওভারে ৪ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ পায় সিক্সার্স।

বিপিএলের ষষ্ঠ আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার ক্রিস গেইলকে হারায় রংপুর। তবে পরে আর তাদের পেছনে ফিরে তাকাতে হয়নি।

অ্যালেক্স হেলসের ২৪ বলে ৩৩, রুশোর ৩৫ বলে ৬১ ও এবি ডি ভিলিয়ার্সের ২১ বলে ৩৪ রানের সৌজন্যে জয়ের কাছাকাছি পৌঁছে যায় রংপুর।

কিন্তু ১৮তম ওভারে পরপর দুটি উইকেট হারিয়ে হঠাৎ চাপে পড়ে রংপুর। তবে অধিনায়ক মাশরাফি ও বোলার ফরহাদের সপ্তম উইকেট জুটি চাপ কাটিয়ে রংপুরকে জয়ের বন্দরে নিয়ে যায়।

বলের চেয়ে দ্বিগুণেরও বেশি রান তাড়া করতে নেমে ২টি চার ও ১টি ছয়ের মারে মাত্র ৬ বলে ১৮* রানের ইনিংস খেলেন ফরহাদ।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১৯৪/৪ (ব্যাটিং: লিটন ১১, সাব্বির ৮৫, আফিফ ১৯, ওয়ার্নার ১৯, পুরান ৪৭*, জাকের ৫*; বোলিং: নাজমুল ২-০-১৮-০, মাশরাফি ৪-০-৩১-২, শফিউল ৪-০-৪৩-১ ফরহাদ ৩-০-৩৫-০, নাহিদুল ২-০-১৬-০, গাজি ২-০-১৬-০, গেইল ৩-০-৩৪-০)।

রংপুর রাইডার্স: ১৯.৩ ওভার ১৯৫/৬ (ব্যাটিং: ক্রিস গেইল ০, হেলস ৩৩, রুশো-৬১, এবি ডি ভিলিয়ার্স ৩৪, মোহাম্মাদ মিঠুন ১৪, নাহিদুল ইসলাম ১৯, মাশরাফি ৫* ও ফরহাদ রেজা ১৮*; বোলিং: মোহাম্মাদ ইরফান ৪-০-৩৪-১, তাসকিন আহমেদ ৪-০-৪২-৪, লামিছানে ৪-০-২১-০, মেহেদী হাসান রানা ৪-০-৫৭-০, আলোক কাপালি ৩.৩-০-৩৪-১।

আজকের বাজার/এমএইচ