সাভারের আশুলিয়ায় একটি গুদামে লাগা আগুন দেড় ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে, আশুলিয়ার বাইপাইল এলাকার কামাল টেক্সটাইলে এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, গুদামে তুলা ও পোশাক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানার নিজস্ব পানি সরবারাহ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের আগুন নিয়ন্ত্রণে কাজ করে।অবশেষে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়্।
তবে, এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ জানা যায়নি।
আজকের বাজার/আরজেড