করোনা পরিস্থিতির মধ্যেই গত ১০ তারিখ থেকে সীমিত পরিসরে সাভারের সব বিপণিবিতান চালু করার নির্দেশ দেয়া হয়েছিল।
তবে স্বাস্থ্য বিধি না মানায় ও সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়ার কারণে সাভারের সকল বিপণিবিতান বন্ধের নির্দেশ দিয়েছে সাভার উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ মে) দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান বিপণিবিতান বন্ধের নির্দেশ দিয়ে তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন।
যেখানে উল্লেখ করা হয়েছে, গত পাঁচ দিন মার্কেট ও শপিংমলসমূহ সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে আগত ক্রেতা/বিক্রেতাদের নূন্যতম ৯০ শতাংশ সরকার প্রদত্ত শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা করা হয়েছে। জনসাধারণ ও সাভারবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যুর ঝুঁকির কথা বিবেচনা করে করেনা সংক্রমণ প্রতিরোধে সকল ধরনের দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো।
তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজার এবং ঔষধের দোকান খোলা থাকবে।