সাভারের সরদারবাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে শুক্রবার রাতে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
গ্রেপ্তার আবু তালেব সাভারের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের সদস্য।
র্যাব-৪ এর পুলিশ সুপার সাগর দিপা বিশ্বাসের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল আবু তালেবের বাড়িতে অভিযান চালিয়ে তাকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করে।
তাকে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
আজকের বাজার/এমএইচ