সাভারে ২ দিন আগে উল্টে যাওয়া একটি ট্রাক সরানোর পর তার নিচে এক ব্যাক্তির মরদেহ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল রোববার রাতে ঢাকাগামী চাল ভর্তি একটি ট্রাক রেডিও কলোনি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ওই সময় কেউ হতাহত হওয়ার খবর দিতে পারেনি পুলিশ। সোমবার মালিক পক্ষ ট্রাকটি উদ্ধার করে নিয়ে যায়।
মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থলে পড়ে থাকা চালের বস্তার নিচে ওই বেতার কর্মকর্তার মরদেহ দেখতে পায় পথচারীরা।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আজকের বাজার/একেএ