সাভারের ভাকুর্তায় কৃষিবাড়ি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধরী।
শনিবার সকালে,সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাপড়া গ্রামে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন।
এর আগে, প্রায় ৩০০ বিঘা জমির ওপর গড়ে তোলা প্রকল্প এলাকা তিনি ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময়, প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ভেজালমুক্ত কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতে কৃষিবাড়ি প্রকল্পের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় কৃষিবাড়ি প্রকল্পের উদ্যোক্তা কাজি সামসুদ্দিন আহম্মদ, সভাপতি খন্দকার নুরুল আমিনসহ প্রকল্পের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের বাজার/আরজেড