সাভারের আশুলিয়ায় খাদ্যে বিষক্রিয়ায় ২ যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, জিল্লু ও মোতালেব। এ ঘটনায় শামিম ও ফরিদ উদ্দিন নামে আরো দুই যুবককে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, বুধবার রাতে আশুলিয়ার রফতানি এলাকার হাসেম প্লাজার পেছনে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক গৌতম বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে।
হাসপাতাল সূত্র জানায়, আশুলিয়ার হাসেম প্লাজার পেছনে একটি বাড়িতে জিল্লু, মোতালেব, শামিম ও ফরিদ উদ্দিন ভাড়া থাকতেন। তারা বিভিন্ন পোশাক কারখানায় কাজ করতেন। বুধবার রাতে তারা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
গভীর রাতে তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে জিল্লু ও মোতালেবের মৃত্যু হয়। হাসপাতালে শামিম ও ফরিদ উদ্দিন লাইফ সাপোর্টে রয়েছেন।
আজকেরাবাজার/এস