সাভারে গত ২৪ ঘণ্টায় পোশাক শ্রমিকসহ আরও ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সাভারে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩ জনে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, শনিবার ৬১ জন নমুনা পরীক্ষায় দেয়াছিল। সেখান থেকে রবিবার পরীক্ষায় ১৭ জনের পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন পোশাক শ্রমিকও রয়েছেন।
সাভারে আরও এক ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে জানিয়ে ডা. সায়েমুল হুদা জানান, মৃত মুক্তিযোদ্ধা মহাজীবি সরদার (৭৩) কুরগাওয়ের বাসিন্দা। এনিয়ে সাভারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ জনে।