সাভারের আশুলিয়ায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (২ নভেম্বর) সকাল ৭টার দিকে আশুলিয়ার জামগড়ায় একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন- আরব আলী (৫০), তার স্ত্রী হাসিনা বেগম (৪০), ছেলে আব্দুর রব (২৬), ছেলের বউ নিপা (২৪) এবং দেড় বছরের নাতনি আয়েশা।
দগ্ধরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে বাচ্চু জানান, সকালে হাসিনা বেগম চুলায় আগুন ধরাতে গেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
হাসপাতালের চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে আরব আলীর শরীরের ৬০ শতাংশ, হাসিনার ৯৬ শতাংশ, অব্দুর রবের ৮৮ শতাংশ, নিপার সাত শতাংশ এবং আয়েশার ৩২ শতাংশ পুড়ে গেছে।
আজকের বাজার/এমএইচ