ঢাকার সাভারে ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ জুন) সাভার উপজেলার শিমুলতলা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলপনা আক্তার (২৪) পাবনা জেলার সাথিয়া থানার কল্যাণপুর গ্রামের আলম মিয়ার মেয়ে। তিনি সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
সাভার থানার ওসি মহাসিনুল কাদির এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সকালে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে পার হওয়ার সময় একটি ট্রাক অলপনাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসএম/জামিল