সাভারে ডায়াগনস্টিক সেন্টার থেকে ২ মরদেহ উদ্ধার

ঢাকার সাভার উপজেলায় একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিবার এই ঘটনাকে হত্যাকান্ড বলে অভিযোগ করছেন।

নিহতরা হলেন, ফরহাদ হোসেন (২৫) ও নাবিনুর (২৭) ফরহাদ হোসেন ময়মনসিংহের মুক্তাগাছা কাঠবাওলা গ্রামের আলী হোসেনের ছেলে এবং নাবিনুর নওগাঁর আত্রাই উপজেলার মো. কুদ্দুসের ছেলে।

মঙ্গলবার সকালে তাদের উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, অল্প একটু খোলা শাটারের নিচ দিয়ে পা দেখা গেলে এলাকাবাসী সন্দেহবশত পুলিশে খবর দেয় পুলিশ জিরানী বাজার এলাকার হাজি আনোয়ার মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বার থেকে লাশ দুটি উদ্ধার করে

নিহত ফরহাদ ওই ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী বলে জানায় পুলিশ।

এসআই কামরুল হাসান জানান, লাশের পাশে চিপস, চানাচুরের খালি প্যাকেট ও কোমল পানীয়র খালি বোতল পাওয়া গেছে রাতেই কোনো একসময় তাদের মৃত্যু হয়েছেতবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

নিহত ফরহাদের মা মমতাজ বেগম অভিযোগ করেছেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে

তবে কে বা কারা হত্যা করেছে, কারও সঙ্গে শত্রুতা ছিল কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি

ডায়াগনস্টিক সেন্টারটির মালিক আমিনুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

একেএ/আরএম