সাভারে দুই শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

সাভারে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২২ জুলাই) সকালে সাভারের চাঁপাইন তালতলা এবং ডগরমোড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা দুটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, রাতে বাসায় কেউ না থাকায় প্রতিবেশী বখাটে যুবক শাহিন মিয়া (১৮) শিশুটিকে চকলেট কিনে দেয়ার কথা বলে নিজের ভাড়া করা ঘরে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার দিলে ধর্ষণকারী যুবক কৌশলে পালিয়ে যায়।

ধর্ষণের শিকার ওই শিশু (১৩) তার বাবা-মায়ের সঙ্গে সাভারের চাঁপাইন তালতলার খোকনের বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকে। সে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। তাদের বাড়ি জামালপুর জেলার মেলান্দ থানার পচাবোয়ালা গ্রামে।

এলাকাবাসীর অভিযোগ, ওই বখাটে যুবক শাহিন মিয়া দীর্ঘদিন ধরে রাস্তায় বিভিন্ন স্কুলছাত্রীকে ইভটিজিং করে আসছিল।

অন্যদিকে রোববার সকালে সাভারের ডগরমোড়া এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাসেল (২৪) নামে এক যুবককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির বলেন, শিশু দুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করা হয়েছে।

আজকের বাজার/আরআইএস