আড়াপাড়ার ড্রেনমার্কেট এলাকা থেকে বৃহস্পতিবার সকালে এক নৃত্যশিল্পীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ময়ুরী (২২) সাভারের কাঞ্চনপুর এলাকার তাহের মিয়ার মেয়ে। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাফায়েদুর রহমান জানান, বুধবার রাতে আড়াপাড়া এলাকায় কালিপূজার অনুষ্ঠানে নাচতেময়ুরী। ভোর রাতে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর পাঠায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
ময়ুরীর পরিবারের অভিযোগ, অনুষ্ঠানে নাচ শেষ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধর্ষণ এবং হত্যার পর তার টাকা লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলা করা হয়েছে।