বেতন বৃদ্ধি ও বৈষম্য নিরসনের দাবিতে টানা পঞ্চমদিনেও সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকালেও আশুলিয়ার জামগড়ার ছয়তলা এলাকায় আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারে বিভিন্ন পোশাক কারখানার সামনে বিজিবি টহল দিচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছেন।
শ্রমিকরা জানায়, সকালে বেতন বৃদ্ধির দাবিতে সাভারের আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
এদিকে পুলিশের তাড়া খেয়ে শ্রমিকরা আশেপাশের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সকালে শ্রমিক অসন্তোষে ওই এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে, সাভারে বেশিরভাগ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। পোশাক কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশের জলকামানসহ সাজোয়া যান।
আজকের বাজার/এমএইচ