সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের আজ সোমবার সকাল থেকে উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সড়কের উভয় পাশে এ পর্যন্ত পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের গেন্ডা এলাকায় এই অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ফারুকী।
এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে বিল্ডিং, ছোট-বড় দোকানসহ প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সরেজমিন হেমায়েতপুর বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, মহাসড়ক, সড়কের পাশে ও ফুটপাতে গড়ে তোলা বিভিন্ন ধরনের খাবারের দোকান, ফল ও সবজির দোকান, হোটেল, মুদি দোকান, অস্থায়ী টিনশেড, আধাপাকা দোকান ও অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। পাশেই দাঁড়িয়ে থেকে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
মাহবুবুর রহমান ফারুকী জানান, সারা দেশের ৪৬টি জেলায় আমরা অভিযান চালিয়ে আসছি তারই ধারাবাহিকতায় সোমবার সাভারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে সড়কের দুইপাশে সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে অবৈধ ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে৷
আজকের বাজার/লুৎফর রহমান