ঢাকার সাভারে পিকআপ ভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন| আহত হয়েছেন ১জন।
রোববার (২৪ জুন) সাভারের হেমায়েতপুর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাভার থানার এসআই আবুল কাসেম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতের নাম হাসেম মিয়া। তার বাড়ি ফরিদপুর জেলায়। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
আহত জাভেদ মিয়াকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এসআই আবুল কাসেম বলেন,‘ হাসেম ও জাভেদ একটি মোটরসাইকেলে করে সাভার থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের পেছন থেকে চাপা দিলে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই হাসেমের মৃত্যু হয়।’
এসআই আরও জানান, দুর্ঘটনার পর পথচারীরা ধাওয়া দিয়ে পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে ।
আজকের বাজার/এসএম