সাভারের আশুলিয়ায় বাস চাপায় শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।
রোববার (৮ জুলাই) সকাল পৌনে সাতটার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নিশিচন্তপুর মেডলার এ্যাপারেলন্স গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবলের নাম উইলিয়াম মার্টি (২০)। তিনি আশুলিয়ার শ্রীপুর এলাকার শিল্প পুলিশ ১-এ কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, সকালে দায়িত্ব পালন অবস্থায় শিল্প পুলিশের ওই কনস্টেবল নিশিচন্তপুর এলাকায় রাস্তাপারাপার হওয়ায় সময় আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে অন্য পুলিশ কর্মকর্তারা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ আরো জানায়, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
এবিষয়ে শিল্প পুলিশ ১-এর পরিচালক শানা শামিনুর রহমান বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।
আরএম/