সাভারের ব্যাংক টাউন এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ২৯ এপ্রিল, রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।
গৃহকর্তা ইয়াছিন মিয়া ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘রাত ৩টার দিকে ৭/৮ জন ডাকাত তার বাড়ির দোতলার জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। তারপর তাকেসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ডাকাতরা আলমারি ভেঙে ৪ লাখ ১০ হাজার টাকা, ৪৫ ভরি সোনা, একটি ল্যাপটপ ও ৩টি মোবাইলসহ বেশকিছু মালামাল লুট করে পালিয়ে যায়।’
গৃহকর্তা জানান, লুট হওয়া মামলামালের মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
লাবনী/